1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

ভাঙ্গায় ডাঃ শারমিন আক্তার সুইটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম জাহিদ ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩০৫ Time View

 

ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জন ডাঃ শারমিন আক্তার সুইটিকে জড়িয়ে রোগী মৃত্যুর সংবাদ প্রচার করে তাকে সামাজিক ও মানসিক হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার ভাঙ্গা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সংবাদটির প্রতিবাদে সার্জন ডাক্তার শারমিন আক্তার সুইটি
এক প্রতিবাদ লিপিতে বলেন, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন -গত ১৬ ফেব্রুয়ারি ভাঙ্গা গ্রিন প্রাইভেট হাসপাতালে শ্রাবণী (২০) নামে এক প্রসূতি কে সিজার করিয়ে বাচ্চা প্রসব করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসার কারনে রোগীর মৃত্যু হয়-” শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি জানতে পারি। অথচ গত ১৬ ফেব্রুয়ারি উক্ত হাসপাতালে সিজারের ব্যাপারে আমি কিছুই জানিনা এবং উক্ত স্হানে আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানিনা। ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায় উক্ত অপারেশনটি করেন অপারেশন করেন অন্য একজন সার্জন।
ডাক্তার শারমিন আক্তার সুইটি বলেন, আমি দীর্ঘদিন যাবত সুনামের সহিত ভাঙ্গার মানুষকে সেবা দিয়ে আসছি। আমার সুনামকে ক্ষুন্ন, এবং একটি চক্র প্রতিহিংসা পরায়ণ হয়ে, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাকে দূরে সরানোর জন্যই এবং
ভাঙ্গা মানুষকে ভালো সেবা থেকে বঞ্চিত করার লক্ষ্যে ও আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি সুযোগ সন্ধানী মহলের সরবরাহকৃত বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিবেশন করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এবং সত্য ঘটনাটি উদঘাটন করে জাতির সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ গোপাল দেব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী তারিখে উক্ত হাসপাতলে ভুক্তভোগী রুগীর অপারেশনটি করেন সার্জন ডাঃ সৈয়দা দিলশাদ বেগম দিশা।
এবং ডাক্তার শারমিন সুইটি বলেন,, ভুল চিকিৎসায় যে রোগীর মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি সার্জন ডাক্তার শারমিন সুইটি আমার কোন দায়বদ্ধতা নেই। তিনি আরো বলেন বিষয়টি সম্পূর্ণরূপে তারা অজানা।

০৯.০৩.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category