1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

চেক জালিয়াতি মামলায় শিক্ষক গ্রেফতার

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২২৭ Time View

 

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।বুধবার ( ১৯ মার্চ) গভীর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে ও স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

এলাকাবাসী ও কয়েকজন শিক্ষক জানান তিনি একজন ফ্রট ও প্রতারক সবাবের, চেক প্রতারনার মাধ্যমে শিক্ষক সহ অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের বিরুদ্ধে এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় পাবনা আদালতে একটি মামলা রয়েছে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মিনু রহমান খান
ভাঙ্গুড়া পাবনা সংবাদাতা
২০শে মার্চ২০২৫
০১৭১৭৫২৩১৭৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category