1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” -এর উদ্বোধনী অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৯ Time View

 

যে কোনো পেশায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন)
সকাল সাড়ে ১০টায় পৌরসভার হলরুমে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকল উদ্যোক্তাদেরকে দক্ষতা অর্জনের পাশাপাশি জরুরী প্রয়োজনীয় নাগরিক সেবা সমূহ আন্তরিকতার সহিত দ্রুত প্রদানের পরামর্শ দেন। এছাড়াও যে সকল ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চুক্তির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, তাদের চুক্তির মেয়াদ বর্ধিতকরণের জন্য সংশ্লিষ্টদেরকে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, জেলা আইসিটি (প্রোগ্রামার) অফিসার আকিব মো. সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রোগ্রামার অফিসার সহ জেলার অন্যান্য উপজেলা প্রোগ্রামারগণ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী ও পুরুষ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া উদ্যোক্তাদেরকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তাগণ পর্যায়ক্রমে হাতে-কলমে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রদান করেন।

উল্লেখ্য, ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের এ উদ্যোগ তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা দেশের অন্যান্য জেলায় অনুকরণীয় ও দৃষ্টান্ত হবে বলে মনে করছেন গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category