সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, চান্দুরিয়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, পদ্মশাখরা, মাদরা, ভোমরা এবং তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ভারতীয় মদ ,৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে। এবং চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস এর ৩ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন কাদপুর আমবাগান নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৭ আরবি হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন কেড়াগাছি ও গড়াখালী নামক স্থান হতে ৪,৯০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেকপোস্ট এলাকা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৬ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্য ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২২-এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দা মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ১০০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।