গোপালগঞ্জে সপ্তাহব্যাপী (৯–১৫) বৃক্ষ মেলা শুরু হয়েছে।
“পরিকল্পিত বনায়ন করি — সবুজ বাংলাদেশ গড়ি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে স্থানীয় পৌর পার্কে বুধবার (৯ জুলাই) দুপুরে ফিতা কেটে সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
পৌর পার্কে তিনি একটি গাছের চারাও রোপন করেন। বৃক্ষ মেলায় মোট ২০টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধিগুণ সমৃদ্ধ গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
এর আগে বৃক্ষ মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। এরপর পর তিনি আলোচনা সভায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ চারা বিতরণ করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ড. মোঃ রুহুল আমিন সরকার, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা আল হোসাইন, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।