স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) শনিবার (১২ জুলাই) ঢাকা রেঞ্জাধীন ঢাকা জেলা পুলিশ লাইন্স (মিল ব্যারাক) ও আরআরএফ, ঢাকা পরিদর্শন করেছেন।
এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি (বিপিএম) বাহারুল আলম, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা আরআরএফ এর কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি, পিপিএম (সেবা) রুমানা আক্তার, ঢাকা জেলা পুলিশ সুপার (পিপিএম সেবা) মোঃ আনিসুজ্জামান সহ ঢাকা রেঞ্জের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের খাবারের মেস ও ব্যারাক পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, জিমনেসিয়াম, লাইব্রেরী, নিরাপদ পুলিশ শপিংমল ও সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়াদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তিনি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে উপস্থিত সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সবার কথা আন্তরিকতার সাথে শ্রবণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।