গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমী’র সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গ্রাম পুলিশ সম্মেলনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গ্রাম পুলিশদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্বট সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনাদের কাজের অবদান বিশ্লেষণ করলে বোঝা যায় যে, আপনারা ছিলেন আছেন থাকবেন। প্রত্যেক গ্রাম পুলিশ সরকারের অত্যন্ত আস্থাভাজন, কর্মঠ, প্রশিক্ষিত এবং পরিশ্রমী একটি বাহিনী হিসেবে পরিচিত। এ কারণে গ্রাম পুলিশের ওপরে সরকার সবসময় আস্থা রাখে। গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে আপনারা একটি পিলারের মত কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।
গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাম পুলিশ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ডঃ মোঃ রুহুল আমিন সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। গ্রাম পুলিশদের এ সম্মেলনে জেলার ৬৭ ইউনিয়নে কর্মরত সকল গ্রাম পুলিশগণ অংশ গ্রহণ করেন।
এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মাসুম বিল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মুনমুন পাল, এনডিসি রন্টি পোদ্দার, আরডিসি রাসেল মুন্সী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, কাশিয়ানী থানার (ওসি) কামাল হোসেন, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।