1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

রেফারি বা ধারাভাষ্যকার খুবই স্বল্প সম্মানিতে ম্যাচ করে থাকেন- রেফারি ফাহিম আহমেদ 

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

 

ক্রীড়াঙ্গনের প্রাণ হচ্ছে দর্শক। আর সকল আয়োজন দর্শকদের জন্যই, বাংলার বুকে স্বল্প সম্মানে রেফারি ধারাভাষ্যকর কার্য সম্পাদন করেন। একটা মাঠ পরিচালনা করে দর্শকদের মন জোগানো খুবই কঠিন। রেফারি মহোদয় সব সময়ই চায় তার সেরাটা দিতে। অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে। এর জন্য রেফারি যে অদক্ষ বা বুঝে না এটা কিন্তু নয়। এমনি করে একটা মাঠে দর্শকদের উজ্জীবিত করতে দর্শকদের প্রাণ চঞ্চল ফিরিয়ে আনতে ধারাভাষ্যকারের বিকল্প নেই। অনেক সময় ধারাভাষ্য দিতে গিয়ে স্লিপ অফ টান হতে পারে তাই বলে ধারাভাষ্যকার ভালো নয় বা পক্ষপাতিত্ব করে এটা কিন্তু নয়।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটু লেখালেখির ঝড় উঠছে। গোপালগঞ্জ জেলার মুকসুূদপুর উপজেলার কৃতি রেফারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন হুবহুব তুলে ধরা হলোঃ

আসসালামু আলাইকুম।
আজকে ক্রীড়াঙ্গন তথা ফুটবল খেলা নিয়ে কিছু কথা বলতে চাই।
আমরা যারা ফুটবল খেলার সাথে জড়িত,যেমন- খেলোয়াড়,রেফারি,ধারাভাষ্যকার, সংশ্লিষ্ট কর্মকর্তা বা টুর্নামেন্টের আয়োজক কমিটি সবাই কিন্তু মনে প্রানে ফুটবলকে ভালোবাসি।
আর এই ফুটবল খেলার প্রানই হলো দর্শক।কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি বর্তমানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কিছু পরিমান দর্শক খেলা বুঝে বা না বুঝে খেলোয়াড়,রেফারি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অশোভন বা আক্রমনাত্মক আচরণ করে বসে যা আমাদের কাছে কখনোই কাম্য নয়।
একটা ফুটবল ম্যাচ খেলোয়াড়,রেফারি বা ধারাভাষ্যকার এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারনে সুন্দর এবং আনন্দদায়ক হয়ে উঠে।আর এসব কিছু করার উদ্দেশ্য একমাত্র দর্শকদের বিনোদনের জন্য।
একটি ফুটবল ম্যাচে অধিকাংশ খেলোয়াড়,রেফারি বা ধারাভাষ্যকার খুবই স্বল্প সম্মানিতে ম্যাচ করে থাকেন কেবলমাত্র এইটাকে বিনোদন হিসেবে নিয়ে।
এখন প্রায়ই যদি খেলার মাঠে খেলোয়াড়,রেফারি বা ধারাভাষ্যকার এদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে তাহলে গ্রামাঞ্চল থেকে আস্তে আস্তে বর্তমানে বিনোদনের সর্বোত্তম মাধ্যম এই ফুটবল খেলা হারিয়ে যাবে।
খেলার মাঠে ভুল হতেই পারে,মনে রাখবেন কেউ ইচ্ছাকৃত ভাবে কোন ভুল করতে এতদুর থেকে যায় না।
তাই অনুরোধ থাকবে ফুটবল সহ সকল প্রকার খেলাধুলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খেলার প্রানভোমরা দর্শকদের প্রতি আপনাদের সহনীয় এবং ধৈর্য্যশীল হতে হবে,তাহলেই এগিয়ে যাবে গ্রামগঞ্জ এ মফস্বল সহ বাংলাদেশের ফুটবল।
পরিশেষে একটা কথাই বলি,একটা টুর্নামেন্ট কমিটিকে শতভাগ শক্ত অবস্থানে থাকতে হবে যাতে করে সমস্ত খেলোয়াড়,রেফারি এবং ধারাভাষ্যকারেরা নিরাপদ স্থানে থেকে যার যার কার্য সম্পাদন করতে পারে।
দিনশেষে একটাই চাওয়া ফুটবলের সাথে সংশ্লিষ্ট সবাই ভালো থাকুক এবং ফুটবলের জয় হোক।
ধন্যবাদ।
বিঃ দ্রঃ বিষয়টি আমার সাথে ঘটেনি,তবে বিগত কয়েকদিন এবং বিশেষ করে আজকে একজন সিনিয়র রেফারি ভাইয়ের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারনে লিখতে বাধ্য হলাম।

উপরোক্ত স্ট্যাটাসে তিনি এগুলো লেখেন। যারা ফুটবলপ্রেমী রয়েছে তাদের উচিত রেফারি, ধারাভাষ্যকার,টুর্নামেন্ট কমিটি ভুল না ধরে। তাদের সার্বিক সহযোগিতা করা

Please Share This Post in Your Social Media

More News Of This Category