1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধ
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

 

এসএসসি-২০২৫ পরীক্ষায় ঈর্ষান্বিত সাফল্য অর্জন করায় গোপালগঞ্জের স্বনামধন্য রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের “এ” প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া শিখে মানবিক মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার উদাত্ত আহবান জানান।

এ সময় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় এ প্রতিষ্ঠান এর আগেও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলো। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন, ‘এ’ পেয়েছে ২০ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ১৪ জন, ‘বি’ পেয়েছে ৫ জন এবং ‘সি’ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এই ফলাফল কেবল সংখ্যা নয়, বরং এটি একটি ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category