1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

কোটালীপাড়ায় সড়কে সৃষ্ট খানাখন্দে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ, দ্রুত সংস্কার প্রয়োজন

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

 

গোপালগঞ্জ-পয়সার হাট সড়কের কোটালীপাড়া উপজেলা জিরো পয়েন্টে ভাঙ্গাচোরা আর খানাখন্দের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সড়কের এই বেহাল দশার কারনে ঘটছে একের পর এক দুর্ঘটনা। ভয় আর আতঙ্ক নিয়ে সড়কটিতে চলাচল করছে ছোট-বড় সকল যানবাহন।

 

গোপালগঞ্জ-পয়সারহাট সড়কটি একটি ব্যস্ততম সড়ক। পায়রা বন্দর থেকে মংলা বন্দরে এবং বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বার কোটালীপাড়া উপজেলা। যে কারনে প্রতিদিন হাজার-হাজার যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। এই সড়কের কোটালীপাড়া উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় এলাকায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই হয়ে পড়ছে জলাবদ্ধতা। যে কারনে চলাচলের সময় প্রায়ই ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট-ছোট যানবাহনগুলো এই গর্তে পরে প্রায়ই উল্টে যাচ্ছে। যার ফলে যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছে। বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো চলাচলে পানি ছিটকে পথচারীদের কর্দমাক্ত করে দিচ্ছে হর হামেশাই।

কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান বলেন, চলাচলের সময় চোখের সামনে প্রতিদিন একাধিকবার দুর্ঘটনা ঘটতে দেখছি। উপজেলা সদরের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে ছোট ছোট যানবাহনে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। মাসের পর মাস সড়কটির এই বেহাল দশা হলেও সংস্কার হচ্ছে না।

ভ্যানচালক জামির মোল্লা বলেন, রাস্তাটির যেই অবস্থা তাতে যে কোন সময় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি দ্রুত মেরামত করা খুবই জরুরী।

পরিবহন শ্রমিক আলম মিয়া বলেন, পশ্চিমপাড়ে সড়কটির অর্ধেকের বেশি স্থানে খানাখন্দ হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বৃষ্টির সময় এই সমস্যা আরো মারাত্নক হয়ে ওঠে। ভাঙ্গা অংশটুকু তারাতাড়ি মেরামত করা প্রয়োজন।

কোটালীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ মাসুম বিল্লাহ বলেন, এটি একটি ব্যস্ততম সড়ক। ভাঙ্গা অংশটুকু মেরামতে জন্য সড়ক ও জনপথ বিভাগকে ইতোমধ্যেই বলা হয়েছে। আশাকরছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

সড়কটির সংস্কারের বিষয়ে জানতে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামের অফিসিয়াল মুঠোফোনে 01730….803 একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category