1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ‘নৌকা ঝুলিয়ে প্রচার’ ঘটনায় আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

রুহুল রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী নৌকা রাতের আঁধারে রাস্তায় ঝুলিয়ে দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ কর্মী ময়নাল হক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই নৌকার সঙ্গে ডিজিটাল ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান এবং নিজেদের ছবি ঝুলিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজার এলাকায়। স্থানীয়রা জানান, মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫) — দুজনেই আওয়ামী লীগ কর্মী — নৌকাটি তৈরি করে একটি লম্বা বাঁশের আগায় ঝুলিয়ে রাখেন।

শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নালের ছবি দেখে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বারেক পলাতক রয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতার ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকেও আটকের চেষ্টা চলছে। প্রসঙ্গত: ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই এমন আচরণকে “উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category