1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে   বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধ
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার ২৭ জুলাই দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন।

সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।
গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া,ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অএ এলাকার সাধারণ জনগণ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে  মুকুল বলেন বানিয়া পাড়া,ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী।আমাদের অএ এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি।কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

সৈয়দ আলী বলেন আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে  বিভিন্ন অপপ্রচার চালিয়ে উওোজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।
এসময় যুবক প্রজন্ম বলেন  যতক্ষণ পর্যন্ত এই গোলাম রসুল রাজা  এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।


এছাড়া তিনি আরো বলেন  গোলাম রসুল রাজা  আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন।এখন আমরা শিশু কিশোরদের নিয়ে  জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে  ঘটনার সত্যতা স্বীকার তিনি  জানান নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি।পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের  ক্ষমা চেয়েছি।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান  বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক  সংগঠনের পক্ষ থেকে  ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category