1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলার প্রতিনিধি ে
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত এক গোপন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে এই অভিযান পরিচালিত হয়।
রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ইউনিটের সেনা টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানটি সরাসরি তদারকি করেন মেজর শাহরিয়ার আহাদ।
অভিযানের সময় কলেজের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বস্তা থেকে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কেউ আটক হয়নি।
মেজর শাহরিয়ার আহাদ বলেন—
গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। উদ্ধার হওয়া মাদকদ্রব্য হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদকের গোপন বেচাকেনা চলছিল। সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী জেলা হওয়ায় কুড়িগ্রামকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category