1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরির অভিযোগে মো. আরিফ চৌধুরী নামের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ 

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

 

গোপালগঞ্জ কারাগারে চুরির অভিযোগে থানায় মামলা দায়েরের পর এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপুলিশ পরিদর্শক নয়ন কুমার সাহা জানান।

এ মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয়েছে। সে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। রোববার তাকে আদালতে তোলা হয়েছে বলে মামলার আইও নয়ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে গোপালগঞ্জ থানা পুলিশ আট জোড়া হ্যান্ডকাফ, ৬ জোড়া শোল্ডার ব্যাজ, ৮টি মনোগ্রাম ও উইন্টার জ্যাকেট, পোশাক এর কাপড় সহ ১০ ধরনের সরঞ্জাম অভিযুক্ত কারারক্ষী মো. আরিফ চৌধুরীর শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে ওই কারারক্ষীকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়, গত ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী (কারারক্ষী নম্বর ১৪৫৭৯) মো. আরিফ চৌধুরী কারাগারের ওইসব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারা কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। তারপর তারা ঘটনাটি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানান।

গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ কারারক্ষীকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারাগারের পাশে ওই কারারক্ষীর ইসলামপাড়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে পুলিশ কারাগরের চোরাই মালামাল উদ্ধার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক নয়ন কুমার বলেন, রাতেই এ ঘটনায় ওই কারারক্ষীকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি কারা সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category