গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় মাসিক এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এস এম আরমান উপস্থিত ছিলেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার,(এমসিএইচ-এফপি) স্বপন কুমার ধর সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার- পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।