1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসি’স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তাবিত ডিসি’স ইকোপার্কের ডিজাইন তৈরী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে ৫০ হাজার টাকা পুরস্কার ও সনদ তুলে দেন।

ইতোপূর্বে গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্কের ডিজাইন তৈরী করার জন্য বলা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, আরডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তব্য রাখেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দায়িত্বভার গ্রহণ করার পর জেলার কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে ২০০ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে এলজিইডি, পাউবো, গণপূর্ত ও সওজ বিভাগের সহায়তায় একটি আধুনিক ডিসি’স ইকোপার্ক তৈরীর উদ্যোগ নিয়ে ইতিপূর্বেই ভূয়সি প্রশংসা অর্জন করেছেন কেননা কর্মব্যস্ত গোপালগঞ্জ বাসীর বিনোদনের জন্য তেমন কোন উদ্যোগ এর আগে নেওয়া হয়নি। তাই দ্রুত এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন গোপালগঞ্জের বিনোদনপ্রেমী সাধারণ জনগণ ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category