1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও মেলা অনুষ্ঠিত

এসএম জাহিদ হাসান ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ Time View

 

ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জনাব স্থাপতি মোজাহিদ বেগ। প্রতিযোগিতায় ফরিদপুর ও গোপালগঞ্জ এলাকার বিভিন্ন জায়গার প্রায় ১৬ টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। স্থানীয় এলাকাবাসীসহ আশেপাশে এলাকার কয়েক হাজার দর্শক বিলের পাড়ে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করেন। বাইচ উপলক্ষে বিলের পাড়ে মেলা বসে। ব্যবসায়ীরা বিভিন্ন রকম পণ্যের পশরা সাজায়। স্থানীয় এলাকাবাসী ও আলামিন কমিটির উদ্যোগে এ বাইচের আয়োজন করা হয়। বাইচ শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি স্থাপতি মুজাহিদ বেগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণকারী ১৬ টি দলের মধ্যে ৮ টি ফ্রিজ ও ৮ টি এল ,ই, ডি, টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে, সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্থাপতি মুজাহিদ বেগ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্যই এই নৌকা বাইস আয়োজন এর পক্ষে আমি কাজ করেছি। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের আনন্দ বিনোদনের জন্য প্রতি বছরে নৌকা বাইস আয়োজন করার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিব।


আমি কথায় নাই কাজে বিশ্বাসী আমি যা বলি তা আমি করি,, আমি যা করতে পারি না তা আমি বলি না। আমি আপনাদের ভালবাসা ও দোয়া চাই আমি নির্বাচিত হলে এলাকার যুব সমাজদের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করব এবং যেকোনো খেলাধুলায় যুবকদেরকে উৎসাহিত করব, যুবকদের মাদক মুক্ত করার জন্য যা যা করার দরকার তাই করিব। প্রতিটি এলাকায় খেলার মাঠে আমি সহযোগিতা করিব। যুবকরা যেন নেশা মুক্ত হয় নামাজী হয় যুবকদের ভালোবাসার বিনিময়ে ভালো পথে ফিরিয়ে আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাবো।
তিনি ভাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন নিয়েও কথা বলেন তিনি বলেন আলবি হামিদ দিও মানিকদি ইউনিয়ন যদি ভাঙ্গা উপজেলা থেকে বিচ্ছিন্ন করার কেউ চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ গড়ে তুলব। ভাঙ্গা উপজেলার এক ইঞ্চি মাটি এমন কি একজন ভাইকেও আমরা বিচ্ছিন্ন হতে দিব না। তিনি হুঁশিয়ার দিয়ে বলেন ঐতিহ্যবাহী ভাঙ্গা উপজেলাকে যারা বিচ্ছিন্ন করবে তারা নিজেরা এই ভাঙ্গা উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।


পরিশেষে সকলের নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও সকল ধর্মীয় অনুশাসনের দিকে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন নির্বিশেষে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। সময় হাজার হাজার দর্শকের স্লোগানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category