1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী

আহজ উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২৪ Time View

 

সাতক্ষীরার শ্যামনগরের উত্তর কৈখালীতে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন ও ভোমরায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে “মানবিক ও জনকল্যানমূলক কার্যক্রম-২০২৫’’ এর আওতায় শ্যামনগরের উত্তর কৈখালীতে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দুপুরে ভোমরায় পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।


পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমাদের দায়িত্ব শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, বরং মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো প্রকার চোরাচালান বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বক্ষণ কাজ করছে। পূণ্যার্থীরা নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে পূজার সকল আচার-অনুষ্ঠান পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা। মেজর জেনারেল আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব সফল ও শান্তিপূর্ণ করতে আমরা সর্বদা বদ্ধপরিকর।
এ’সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক সহ বিভিন্ন ক্যাম্প কমান্ডার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category