1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে সাড়ে তিন লাখ শিশু, কিশোর – কিশোরী

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

 

শিশু, কিশোর- কিশোরীদেরকে সুরক্ষিত ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ -এর আর্থিক সহায়তায় মিডিয়া কর্মীদের অংশগ্রহণের “টাইফয়েড ভ্যাকসিন” বিষয়ক জেলা পর্যায়ে শলা-পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২অক্টোবর অনলাইনে আবেদনের মাধ্যমে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

ইউনিসেফ বাংলাদেশ -এর সার্বিক সহযোগিতায়
ক্যাম্পেইনটি যথাযথভাবে সফল করার লক্ষ্যে আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামারুজ্জামান।

জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সঞ্চালনায় জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: জ্যোৎস্না খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় সহকারী কমিশনার এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরীদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে (যা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা অনলাইন সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে এমন দোকান থেকেও রেজিস্ট্রেশন করা যাবে) আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে এই ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে।

এ বছর গোপালগঞ্জ জেলায় ৩ লাখ ৪৩ হাজার ৭৩ শিশু- কিশোর-কিশোরীদরকে টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category