1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

মেহেরপুরে ১৫ লাখ টাকার হেরোইনসহ তিন জন আটক

রাব্বি আহমেদ মেহেরপুর জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯২ Time View

মেহেরপুর ১৫ লাখ টাকার হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো গাংনী উপজেলার গাড়বাড়িয়া মৃত পঞ্জত শেখের ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ চোর (৪২), সদর উপজেলার কালীগাংনী গ্রামের আনিছুর রহমানের ছেলে চ ল আলী (৩০) ও কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে সাব্দুল ইসলাম (৪৮)। আজ সকাল ৬ টার সময় কামদেবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধাকৃত হেরোইনের মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, হরিরামপুর সীমান্ত দিয়ে মাদকের এটি বড় চালন শহরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ২ টা থেকে সদর উপজেলার কামদেবপুর গ্রামের স্কুলের পাশে অবস্থান নেয় ডিবি ওসি সাইফুল ইসলাম, ও এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল। সকাল ৬ টার দিকে বেশ কয়েকজন মাদক ব্যাবসীয় সেখান দিয়ে আসার সময় পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় ঐ তিনজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের ব্যাগ ও শরীর তল্লাশী চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এরা একটি সঙ্গবদ্ধ বড় মাদক সিন্ডিকেট। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদেও নামে এর আগে কোন মাদক মামলা আছে কিনা তা জিজ্ঞাসবাদেও পর জানা যাবে। এ চক্রের অন্য সদস্যদেও আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category