1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের রুহের মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৭৮ Time View

এনটিভি’র স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের রুহের মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সময় টেলিভিশন এর সাংবাদিক জয়ন্ত শিরালী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহিনুল ইসলাম শাহীন, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি নতুন শেখ, মাই টিভির সাংবাদিক আরিফুল হক আরিফ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আশিক জামান অভি, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ প্রয়াত মাহবুব হোসেন সারমাত এর স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে দুপুরে গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসায়
মরহুমের জানাজা নামাজ শেষে শহরের পৌর কবরস্থানে দাফন তাকে করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, ৬ ভাই ও ৪ বোন সহ অসংখ্য আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category