1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪১ Time View

 

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ ।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মো: মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারীর মালিক হিজবুল গাজী, শরীয়তপুর বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আলী আশরাফ প্রমুখ।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের পরিদর্শক
(মেট্রোলজি) খাজা শাহ জালাল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মান দিবসে শেয়ার্ড ভিশনের কথা বলা হচ্ছে। আপনারা পণ্যের গুনগত মান এবং ওজন সঠিক রাখুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category