1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

নাটোর ভাঙ্গুড়ায় গরু ব্যাবসায়ীর ৩ লাখ টাকা উদ্ধার

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩২০ Time View

 

হুমায়ুন সরদার নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া ৩ লক্ষ টাকা উদ্ধার করে টাকা হস্তান্তর করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

হুমায়ুন সরদার মুন্সিগঞ্জ জেলা সদরের কেওয়াড় গ্রামের বাসিন্দা। তিনি পাবনার ভাঙ্গুড়ায় গরু কিনতে এসেছিলেন।

এলকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে ৫ই মার্চ, রোববার দুপুর ১২ টার দিকে পৌরসভা হারোপাড়ায় গরু কিনতে আসেন মুন্সিগঞ্জের হুমায়ুন সরদারসহ তিন ব্যক্তি। তারা ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড নেমে অটোভ্যানে গরুর খামারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে গরু কেনার জন্য তাদের কাছে ব্যাগে রাখা ৩ লাখ টাকাসহ ব্যাগটি হারিয়ে যায়।

দিশেহারা টাকার মালিক হুমায়ুন স্থানীয় গরুর খামারীদের সহায়তায় ঘটনাটি ভাঙ্গুড়া থানা পুলিশকে জানান।

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পৌরশহরের কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে অটোভ্যান চালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয় ।

টাকা হাতে পেয়ে গরু ব্যবসায়ি ভাঙ্গুড়া থানা পুলিশের প্রশংসা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category