1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

এসএসসি ২০০২ ব্যাচ বরিশাল বিভাগীয় মিলন মেলা ২৩ অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৮৭ Time View

 

:স্কুল জীবন শেষ হয়েছে ২০ বছর আগে স্মৃতি হয়ে গেছে অম্লান, বন্ধুত্বের টানে আত্মার বন্ধনে এসো মিলি একসাথে এই স্লোগানে গত ১০ ই মার্চ ২০২৩ শুক্রবার বরিশাল নিসর্গ পার্কে অনুষ্ঠিত হলো ২০০২ ব্যাচের মহামিলন মেলা মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বরিশালের সুযোগ্য মেয়র সোনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।
মিলন মেলায় উপস্থিত ছিল পাঁচ শতাধিক ২০০২ ব্যাচের বন্ধুরা, সারাদিন উপস্থিত বন্ধুরা সকল ব্যস্ততা ভুলে, মক্ত ছিল কিশোর বয়সের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ আড্ডায়, এই মিলন মেলার মাধ্যমে সৃষ্টি হয়েছে একটি মানবিক প্ল্যাটফর্মের, যার মাধ্যমে আগামীতে ২০০২ ব্যাচের গ্রুপ থেকে বিগত দিনের ন্যায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ড অনুষ্ঠিত হবে। যাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর ও সাফল্যমন্ডিত হয়েছে এই আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রম নিয়াজ মোর্শেদ বিপ্লব, ডাঃ হাবিবুর রহমান, সাদেক আহম্মেদ সৈকত, আবদুল্লাহ আল রিয়াল, আতাউর রহমান বুলেট, নাজমুল হুদা, মাহামুদুল হাসান মাহমুদ, হাফিজ খন্দকার, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, সোহেল ঢ়ারী, মোর্শেদ তালুকদার, ফয়সাল আহমেদ মুন্না, আমিনুল ইসলাম সুমন, এএসআই মারুফ, জালাল আহম্মেদ, আর্শিব উদ্দিন শাওন, শাখাওয়াত হোসেন খান পলাশ,আনিসুর রহমান নিলয়, বাপ্পি, নিক্সন মোল্লা, মাহফুজুর রহমান প্রিন্স, রুমন রবিন, আর্মি সোহাগ, ইউসুফ ইমন, মো: আবুল বাশার, মামুনুর রশীদ সোহাগ, মোহাম্মদ রাজিব, নোমান, রাজিব, সরোয়ার বাবু, বাহাদুর সোহাগ, মনিরা বৈশাখী, সাবিনা ইয়াসমিন সুমা, জোনাকি আক্তার,
সাইফুল ইসলাম, তানজিল, শাহাদাত হোসেন, শাহ পারভেজ, তরিকুল ইসলাম, সাকিল রাঁড়ী, রিপন মৃধা, মশিউর রহমান, স্বপন, নিক্সন মোল্লা, মাইনুল ইসলাম,
সহ বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায় থেকে রেজিষ্ট্রেশনে দ্বায়িত্বে থাকা সকল বন্ধু।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এই মিলন মেলার উদ্যোক্তা এবিএম প্রিন্স হাওলাদার।

প্রচার ও প্রকাশনায় কাজ করেছেন এইচ এম রিয়াজ খান অশ্রু, আতিকুর রহমান সহ অনেক বন্ধুরা

অভিনেত্রী মিমের উপস্থাপনায় ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী রাজিব, কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ, ডিজে সুমি ও বিউটি খানের গানের সুরের মূর্ছনায় আন্দোলিত হয়েছিল পুরো আয়োজন,
অনুষ্ঠান শেষে আগত সকল বন্ধুরা আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়ে আগামীতেও কেমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ অনুষ্ঠানে যেসকল ব্যাক্তি ও প্রতিষ্ঠান স্পন্সর অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ জানিয়েছেন আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category