গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক।
মঙ্গলবার (১০ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক পাটগাতি শাখায় গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোন -এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় সেখানে গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার সাজেদুর রহমান, অডিট অফিসার ইমদাদুল হক, এরিয়া ম্যানেজার মো. জুয়েল তালুকদার ও গ্রামীণ ব্যাংক পাটগাতী শাখা ব্যবস্থাপক জয়দেব ঘোষ সহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার সাজেদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এ বছরেও গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৭ শতাধিক এর বেশি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী- অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। এমনই মহৎ কাজ প্রতি বছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রহীন শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দেশের প্রথম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।