1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রাম শহরে ঈদ উপলক্ষে জনতার হাটে পাইকারি দামে পণ্য বিক্রি শুরু হয়েছে

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩১৫ Time View

কুড়িগ্রামে পাইকারি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বেচে আস্থা অর্জন করেছে অপ্রতিরোধ্য কুড়িগ্রাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘জনতার হাট’ নামের বাজার চালু করে তারা পণ্য বিক্রি করছেন।রোববার (৯ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের পৌর শহরের কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ বাজার বসেছে। বাজারের উদ্দেশ্য পাইকারি দামে জনসাধারণের কাছে পণ্য করা।জনতার হাটে এক লিটার সয়াবিন তেল ১৮৪ টাকা, পাঁচ লিটার ৮৯০, প্রতি কেজি মসুর ডাল ৮৫, বুট ডাল ৮২, মুগ ডাল ৮৮, অ্যাংকর ডাল ৬০, ছোলা ৭৪, লবণ ৩৬, চিনি ১০৯, এক হালি ডিম ৩৬, চাল (গুটি) ৪৩, পাইজাম চাল ৪৭, চিকন চাল ৫৩, মোটা চাল ৩৫, রুহ আফজা ছোট বোতল ১৭৫ এবং বড় বোতল ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।পণ্য কিনতে আসা মেহের আলী বলেন, ‘আমি দিনমজুর। সামান্য আয় দিয়ে সংসার চলে। বর্তমানে জিনিসপত্রের যে দাম তাতে বাজারে ঢুকতে ভয় হয়। মাছ-মাংস তো স্বপ্ন দেখার মতো। এ বাজারে এসে ৩৫ টাকা চালের কেজি দেখে অবাক হয়েছি। সবকিছু পাইকারি মূল্যে পাওয়া যাচ্ছে। এতে আমা মতো খেটে খাওয়া মানুষের উপকার হয়েছে।’সংগঠনটির বিক্রয়কর্মী আসফিয়া বেগম বলেন, আজ ১৭টি পণ্য নিয়ে জনতার হাট চালু করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category