1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আ’লীগ সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুল হক বাবু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৯৬ Time View

 

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম ইউলিয়ামের আশু রোগমুক্তি কামনায় বুধবার (১২এপ্রিল) বিকালে উপজেলা আ’লীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আ’লীগ সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক তুখোড় ছাত্রনেতা ও কেন্দ্রীয় আ.লীগ উপকমিটির সাবেক সহ-সম্পাদক কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমুর উপস্থিতিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস্ খান হিমু বলেন মো. জাকিরুল ইসলাম উইলিয়াম নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি। তিনি দীর্ঘদিন যাবত তৃণমূলকে সাথে নিয়ে নাগরপুর উপজেলা আ’লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং তার একটি সফল অস্ত্রপোচার হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আপনাদের পাশে থেকেছি এবং বর্তমানেও আপনাদের পাশে রয়েছি। আমরা মনোনয়নের রাজনীতি করি না। মনোনয়ন আমাদের কাছে মূখ্য বিষয় না। মূখ্য বিষয় হল একে অপরের প্রতি ভালবাসা, সহমর্মিতা ও সহিষ্ণুতার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে তোলা। আমি দোয়া করি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম অতি দ্রæত সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে এসে তৃণমূল আ’লীগকে সুসংগঠিত করতে আবারও রাজনীতির মাঠে বিচরণ করবেন, ইনশাআল্লাহ্।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানীত সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাবেক সহ-সভাপতি অধ্যাপক বাবু লক্ষীকান্ত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ বাবুল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আজাহারুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি বিএম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক দিলদার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক ও নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট সভাপতি এস.এম আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আল মামুন রাজু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রবিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category