1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরায় পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে

মোঃ আহাজ উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩০ Time View

সাতক্ষীরায় পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। তাই দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হলো। আশা করি এ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।

প্রসঙ্গতঃ এবারের এ মেলায় ১’শ টি স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসেছে। মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category