1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

ননীক্ষীর ইউনিয়নে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের যাত্রা শুরু

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৫০ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন পরিষদের হল রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইন্সটিটিউটের কার্যক্রমের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ২০২২ইং সালের গোড়ার দিকে শেখ রনি আহমেদ ছাত্র-ছাত্রীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শুরু করেন, কিন্তু দীর্ঘদিন পর এর উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলার ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন পরিষদে ‘বঙ্গমাতা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন শেখ রনি আহমেদ।

প্রধান অতিথি শেখ রনি আহমেদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এসময় ইউপি সচিব চিত্রা রায়, তাহমিনা নুর, হানিফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা রাঙ্গা মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বেলায়েত হোসেন শেখ মিলন, বকুল সরদার, আলমগীর হোসেন, বারু মোল্লা, মুরাদ আহমেদ তালুকদার, সিসিডিবি প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম, শেখ কামাল, রকিব শেখ, শিমুল কীর্তনীয়া প্রমুখ
উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category