1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

দিনাজপুরের রাইস মিল শিল্পের পরিবেশগত ঝুঁকি কমাতে সুইসকন্টাক্ট এর ‘প্রবৃদ্ধি’ প্রকল্প ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

আসমাউল মুত্তাকীন বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৩২ Time View

 

দিনাজপুরের রাইস মিল শিল্পের পরিবেশগত ঝুঁকি কমিয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্প ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার জনাব মারকাস এহমান ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ এম কামরুজ্জামান আজ (৪ অক্টোবর, ২০২৩) বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে যৌথ গবেষণা, প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে রাইস মিল শিল্পের টেকসই উন্নয়নের সম্ভাব্য উপায়গুলো চিহ্নিত করা হবে। গবেষণায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সমাধানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার জনাব মারকাস এহমান পরিবেশগত সমস্যা মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনার উপর জোর দিয়ে এ চুক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং উদ্যোগটি সফলভাবে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রসার ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ এম কামরুজ্জামান বলেন, এ চুক্তির মাধ্যমে সাশ্রয়ী পরিবেশ-বান্ধব উৎপাদন কৌশল চিহ্নিত করার মাধ্যমে রাইস মিল শিল্পের সার্বিক স্থায়িত্ব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করা হবে।

ঊল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইসকন্টাক্ট-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভার সাথে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে। ২০২৪ সালের মধ্যে আরও দুটি পৌরসভা এই প্রকল্পে যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category