1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের গুলজার -মনির প্যানেল এর নমিনেশন দাখিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসমাউল মুত্তাকীন ঢাকা জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৪৮ Time View

 

উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর মর্যদা পূর্নউদ্ধার, বিশ্বনাথের শিক্ষা বিস্তারের যুগোপযোগী সিদ্ধান্ত এবং ট্রাস্টকে একটি সম্মানজনক অবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে মাফিজ -গুলজার -মনির প্যানেল এর নমিনেশন দাখিল করা হয়েছে।

রোববার ৪ টায় বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে ব্রিকলেনস্থ নির্বাচন কমিশনারের অফিসে নমিনেশন দাখিল করেন ১৭ সদস্যের প্যানেল। নমিনেশন দাখিলের সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী এবং ফাউন্ডার ট্রাস্টি আলহাজ্ব রইস আলী, আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাকালীন ট্রেজারার মুহাম্মদ আব্দুল মজিদ, মনির উদ্দিন বশির, আফসর মিয়া ছোট মিয়া ,আব্দুল কুদ্দুস ,আব্দুল মনাফ ,লাকী মিয়া, আব্দুস সুবহান ফারুক ,আজিজুল খান (রাজু ) ,ফারুক মিয়া, কদর উদ্দিন ,আকলুছ মিয়া ,মদরিস আলী, মফজ্জুল আলী ,জাকের বস্ক চৌধুরী ,আব্দুল বারী, সাজিদ আলী মেনন ,আব্দুস সুবহান ,নুরুল ইসলাম ,মুমিন খান মুন্না ,আব্দুস সুবহান ফারুক ,জাকির হুসেন কয়েস,আব্দুর রব ,লিটন প্রমুখ ।

উল্লেখ্য , দীর্ঘ ৭ বছর আগামী ৫ মে অনুষ্টিত হচ্ছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন।নির্বাচনকে ঘিরে ট্রাস্ট্রিদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে, সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাফিজ -গুলজার -মনির প্যানেলের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত রবিবার ব্রিকলেইন মসলা রেস্টুরেন্টে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী এবং ফাউন্ডার ট্রাস্টি আলহাজ্ব রইস আলী।

প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী পদপ্রার্থী শরিফুল ইসলাম এর পরিচালনায় আলোচনায় অংশ নেন আবুল কালাম আজাদ ,প্রতিষ্টা কালীন ট্রেজারার মুহাম্মদ আব্দুল মজিদ,আব্দুল কুদ্দুস, আফসর মিয়া ছোট মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category