বগুড়ার সোনাতলা উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে হাইব্রিড ধান এর চারা রোপণ উদ্বোধন করেন ৩৬ বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি । ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
সাঈদা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাহাদারা মান্নান, মাননীয় জাতীয় সংসদ সদস্য-৩৬, বগুড়া-১ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতলুবর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সোনাতলা, বগুড়া, মোঃ এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া,। স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার, সোনাতলা, বগুড়া। আরও উপস্থিত ছিলেন মোঃ মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অফিসার, সোনাতলা, বগুড়া ও মোঃ রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার, সোনাতলা, বগুড়া। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা কৃষি অফিস, সোনাতলা, বগুড়ার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সমলয় চাষাবাদের আওতাভুক্ত ও আওতা বহির্ভূত কৃষক কৃষাণী ভাই ও বোনেরা।
উপস্থিত অতিথিগণ কৃষি জমি চাষাবাদ থেকে শুরু করে কর্তন পর্যন্ত কৃষি যন্ত্রপাতির ব্যবহারের সুফল সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সরিষা তেলের উপকারী দিক ও আবাদ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তারা আরও বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের বিকল্প নেই। কৃষি শ্রমিক সংকটের সময়ে একমাত্র আধুনিক যন্ত্রপাতির ব্যবহারই হতে পারে কৃষির উন্নয়নের মুল চালিকাশক্তি।