মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যুৎেপিষ্ট হয়ে একজন সাবেক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৪ এপ্রিল ) সকাল ১০ টার দিকে উপজেলার মহাদেবপুর বেপারি পাড়ার পশ্চিম দিকের মাছের ঘেরে পানিতে নেমে কাজ করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্বাস আলী(৫৫) মারা গেছেন।
স্থানীয়রা জানান, বাঁশের খুটিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে আব্বাস আলী কিছুটা ব্যক্তিগত জায়গার সাথে অধিকাংশ সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন যাবৎ মাছের চাষ করে আসছিলেন। রবিবার সকালের দিকে মাছের ঘেরে পানিতে নেমে কচুরিপানা পরিস্কার করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে তিনি মারা যান। কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে মানিকগঞ্জ হাসপাতালের দিকে রওনা হন। কিন্তু পরে রাস্তা থেকে ঘুরিয়ে পরে বাড়ি নিয়ে আসেন। বিকেল ৫টায় মহাদেবপুর ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৃত, আব্বাস আলী মহাদেবপুর বেপারি পাড়ার মৃত, আজগর আলীর ছেলে।
স্থানীয়রা আক্ষেপ করে জানান, সড়ক ও জনপথের লোকজন যদি এখানে মাছ চাষ করতে না দিতেন আর পল্লী বিদ্যুতের লোকজন যদি বাঁশের খুটিতে অবৈধ সংযোগ দিতে না দিতেন তবে অকালে আব্বাস মেম্বারকে চলে যেতে হতো না। সওজ ও পল্লী বিদ্যুতের কিছু অর্থলোভী লোকজন আব্বাস মেম্বারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাকে পরোক্ষভাবে মাছ চাষে উৎসাহিত করেছিলেন। যদিও এখন তারা এই দায়ভার স্বীকার করবেন না।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ সরকার জানান, এবিষয়টি তার জানা নেই। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠাবেন।
সড়ক ও জনপথ বিভাগের (মানিকগঞ্জ – মহাদেবপুর) অঞ্চলের এসএইও ফারুক হোসেন জানান, আব্বাস মেম্বার এখানে মাছ চাষ করতেন কিনা তিনি জানেন না। তাহলে কি আপনি ফিল্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না প্রশ্নে তিনি বলেন আগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছিল। বর্তমান নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছিলেন কিনা প্রশ্নে তিনি মোবাইল ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।
টেপড়া পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের এজিএম মাহবুব আলম জানান, এ দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কেউ তাকে জানাননি। তবে, কোন অবস্থাতেই সাইড লাইন ব্যবহারের কোন সুযোগ নেই। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন।
মানিকগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলমের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।