1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

বয়স হলেই যে মানুষ বুড়ো হয় না তার উদাহরন নেত্রাঙ্গ হালদার মানে নেত্র স্যার

সোহেল আহমদ মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৩৯ Time View

বয়স হলেই যে মানুষ বুড়ো হয় না তার উদাহরন নেত্রাঙ্গ হালদার মানে নেত্র স্যার। উনার বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই। এখনো তিনি যুবকদের সাথে বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট খেলেন। গোল দেন। ভাল খেলে বলেই তো তাকে ডাকে। শুধু তাই নয় বিভিন্ন জায়গায় এখনও ব্যাটমিন্টন কমপিটিশন খেলেন। চ্যাম্পিয়ন রানার্সআপ হন। বাইকে বিভিন্ন জায়গায় লং ট্যুরে যান। বান্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, নিকলি হাওড় সহ নানান জায়গায় দেদার্সে ঘুরে বেড়ান যেন টিন এজে পরেছেন!
তাকে দেখলে হয়তো আপনিও যুবক হয়ে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category