1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

মুকসুদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি। আশা করছি পূজা শেষ হওয়া পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। জেলার সকল পূজামণ্ডপে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পূজামন্ডপে ইতোপূর্বেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পূজা মণ্ডপে দায়িত্বশীলদের সঙ্গে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক খোঁজ-খবর নেন। এবছর মুকসুদপুর উপজেলায় ২৯৩ টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসময় গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category