1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

মুকসুদপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার (জীব বিজ্ঞান) বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৭ অক্টোবর) সকালে কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে।

এসময় শিক্ষার্থীরা শিক্ষিকা মেহেরুন্নেছার বিরুদ্ধে শ্রেণিকক্ষে পাঠ্য বই না পড়িয়ে গাইড বই দেখে পড়ানো এবং শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ করেন।

মেহেরুন্নেছা চলতি বছরের গত ১ সেপ্টেম্বর এনটিআরসি’র নিয়োগে এ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি উপজেলার প্রভাকরদী গ্রামের আবু রায়হানের স্ত্রী। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, সকালে প্রতিদিনের ন্যায় ক্লাসের ঘন্টা পড়লে শিক্ষকরা ক্লাসে যান। এরপরই সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মেহেরুন্নেছা ম্যাডামের বিরুদ্ধে, গাইড দেখে পড়ানোর অভিযোগ এনে বিক্ষোভ করেন। প্রধান শিক্ষক শরীফ জাকির হোসেন মুঠোফোনে বলেন, আমি জরুরি অফিসিয়াল কাজে স্কুলের বাহিরে আছি, স্কুলে না গিয়ে কিছু বলতে পারছি না।

অভিযুক্ত সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা বলেন, আমি দুই মাস পূর্বে এনটিআরসি নিয়োগে এ বিদ্যালয়ে যোগদান করেছি। প্রথম দিন থেকেই পাঠ্য বই দেখে পড়াই, তবে দুই /তিন দিন যাবত সহকারী প্রধান শিক্ষক কামরুল স্যারের চাপে পড়ে গাইড দেখে পড়াইতেছি।

মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন বলেন, আমি এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category