1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

 

গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ আপ টিকাদান ক্যাম্পেইন -২০২৪ সফল করতে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের নবাগত সিভিল সার্জন ডাঃ মাসুদ রানার সভাপতিতে
অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হারুন-অর-রশীদ।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ নিশাত তামান্না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব ও ইউএনবি গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ মিরাজুল ইসলাম,
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল হক শাহীন, দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি মোঃ আলিমুজ্জামান, একাত্তর টিভির প্রতিনিধি আজিজুর রহমান রনি, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি মোস্তফা জামান, কালের কন্ঠের প্রতিনিধি প্রসূন মন্ডল, মোহনা টিভির প্রতিনিধি মাসুদ পারভেজ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০২৪ সালে গোপালগঞ্জ জেলায় মোট কিশোরী সংখ্যা ১৩,১৫৯ জন। মোট ৯৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫ম শ্রেণির কিশোরীর সংখ্যা ১০,৮৮১ জন। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বাদ পড়া কিশোরীর সংখ্যা ১,৪৮৭ জন। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ বছর বয়সী কিশোরী ৫১০ জন। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীর সংখ্যা ২৮১ জন। বিগত ২০২৩ সালে জেলায় এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা ছিলো ৬২,০৩৫ জন। এরমধ্যে টিকা দেওয়া হয়েছে ৫০,৯৩৬ জনকে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৮২.১১%।

Please Share This Post in Your Social Media

More News Of This Category