ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। আহতদের সবার বাড়ি রাজবাড়ী এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, বরিশালের গৌরনদী থেকে বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুরে যাচ্ছিল (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া ভাঙ্গার পূর্বসদরদী বাসস্ট্যান্ডের বা্ঁকে প্রাইভেট কার ও মাহিন্দ্র এর সংঘর্ষ।
মাহিন্দ্রা খাদে পড়ে যায়, দুমড়ে মুসড়ে যায় প্রাইভেট কার। এতে আহত হয়র ৫ যাত্রী। তাদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনগণ জানায় ভাংগা উপজেলারপূর্ব সদরদী বাসস্ট্যান্ডের বাক হচ্ছে একটি ভয়াবহ বাক,, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে এবং এ পর্যন্ত শত শত মানুষ এই বাকের এক্সিডেন্ট করে আহত ও নিহত হয়েছে, রাস্তা বড় হচ্ছে বাক সোজা করার কোন উদ্যোগ নেই,, সড়ক ও জনপদের কাছে তাদের দাবি এই বাক সোজা করার জন্য জরুরী ভাবে বিশেষ ব্যবস্থা নেয়া হোক।