1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।

মোঃ আহাজ উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৫ Time View

সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ায়ে জাতীয় পতাকা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সেতারা জামান, সাতক্ষীরার কৃতি-সন্তান ১৪ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান (শাহিন), মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। প্রধান অতিথি এমপি রবি বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে অনেক এগিয়ে। শেখ কামাল ছিলেন একজন ক্যাপ্টেন। তিনি অত্যন্ত সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন। স্বাধীনতা যুদ্ধের পরে শেখ কামাল শুধু ক্রীড়াঙ্গণ নয়। বিভিন্ন ক্ষেত্রের আবিস্কারক ছিলেন এবং মান উন্নয়নে তার অবদান সীমাহীন। শেখ কামাল আবাহনী ক্লাব তৈরী করে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দের সম্মান ও মূল্য বেড়েছে। তার হাতেই সৃষ্টি হয়েছে স্পন্দন শিল্পী গোষ্ঠী। তিনি সাদা মনের মানুষ ছিলেন। এসময় তিনি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদ ও ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category