1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬১০ Time View

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তিনি কোটালীপাড়ায় পৌঁছে প্রথমে কোটালীপাড়া থানা পরিদর্শন করেন। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ।

পরে তিনি কোটালীপাড়ার ঘাঘর বাজারের বন্দর মসজিদ, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ, কোটালীপাড়া ইউনিয়ন ইন্সটিটিউটশন ও মদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফাতেমাতুজ জোহরা কওমি মহিলা মাদ্রাসা ডহরপাড়া পরিদর্শন করেন।

এছাড়াও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখী, সরিষা, খেসারি ও মুসুর ডালের বীজ বিতরণ করেন।

এরপর তিনি উপজেলা পরিষদের লাল শাপলা হলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের

প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক, এস কে এম এইচ উচ্চ বিদ্যালয় শিমুলবাড়ী কোটালীপাড়া ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর জেলা পর্যায়ে ছাত্রী (ফুটবল) চ্যাম্পিয়নদের মাঝে স্কুলব্যাগ বিতরণসহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের জন্য ফুটবল ও নেটসহ ভলিবল বিতরণ করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক ও সহকারী কমিশনার (ভূমি) কোটালীপাড়া মোঃ মাসুম

বিল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান


সহ অন্যান্য কর্মকর্তাও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category