1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে

উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলা পর্যায়ে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু , উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাওঃ মুহা. আবুল খায়ের। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় বিচারক প্যানেলের ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ আজমল কবির , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। চার দলীয় দুই পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিপূর্বে দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল কলারোয়া উপজেলার কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। জেলা পর্যায়ে আয়োজিত মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুড়ান্ত পর্বে আসে। সর্বশেষ চুড়ান্ত পর্বে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলদ্বয়কে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া অতিথি, মডারেটর ও বিচারকগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়েছে। এসময়ের সচেতনতামূলক প্রচারণার জন্য উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাদক বিরোধী লিফলেট ব্রুশিয়ার সরবরাহ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category