1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আজিজুল হক বাবু টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৭ Time View

 

পবিত্র কুরআন পাঠের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময়ে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়ার যৌথ পরিচালনায় এ ক্রীড়ানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম,অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর সভাপতি মীর মুশফিকুর হোসেন শৈবাল,ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান খান প্রমূখ।ক্রীড়া শিক্ষক মো.দেলোয়ার হেসেন এর সার্বিক পরিচালনায় এই ক্রীড়া প্রতিযোগিতায় ২০ টির বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও যেমন খুশি তেমন সাজো এবং ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।এ সময় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি্বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য,ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লেসহ সকল খেলা উপভোগ করেন প্রধান অতিথি,আমন্ত্রিত অতিথিবৃন্দ,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category