1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ চুনারুঘাটে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯২ Time View

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল হকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি)সন্ধ্যায় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল হকের উপস্থিতিতে ও ওসি (তদন্ত) গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বর্তমান সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি জামাল হোসেন লিটন,সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ উপজেলা সাংবাদিক ফোরাম,রিপোটার্স ইউনিট,অনলাইন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট থানা পুলিশের আমন্ত্রণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে চুনারুঘাট উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিগণের সাথে উন্মুক্ত আলোচনা করেন নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল হক।

তিনি সকল সাংবাদিকগণের মাধ্যমে উপজেলার সামগ্রীক অপরাধ সংঘটিত এলাকা ও অপরাধ, অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিষয়ে মুখ্য ধারনা গ্রহন করেন। তিনি সকল সাংবাদিকদের কাছে সর্বাত্মক সহযোগিতা পাবার ও পুরণের আশ্বস্ত করেন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন,মহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু,আব্দুল হাই প্রিন্স,ওয়াহেদুল হক জিতু,মোস্তাক বাহার, নুর উদ্দিন সুমন,আব্দুর রাজ্জাক রাজু,মিজানুর রহমান,শওকত আলী,শাহজাহান জলি, এস আর রুবেল,শংকর শীল,নোমান আহমেদ,মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category