1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জের ডিবির অভিযানে ৭ জুয়ারী আটক।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ Time View

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৭ জুয়াড়ীকে আটক করা হয়েছে । রবিবার (২৬ ফেব্রুয়ারি ) রাত সাড়ে তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো বাহুবল উপজেলার উত্তর স্নানঘাট এলাকার বাসিন্দা মোঃ তাহির মিয়া ছেলে মোঃ সাদির আহম্মেদ (২২),একই এলাকার সুন্দর আলীর ছেলে মোঃ রহিম আলী (৪৫),একই এলাকার মৃত ফটিক মিয়া ছেলে মোঃ ইব্রাহিম (৩২),নিদনপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা মৃত সারদা চন্দ্র দাস ছেলে সুশেন্ত চন্দ্র দাস (৫৭),মুদাহরপুর এলাকার বাসিন্দা মোঃ রঙ্গু মিয়া ছেলে মোঃ মুসাইদ (২৮), গুলগাঁও এলাকার বাসিন্দা মৃত এরশাদ উল্ল্যাহ ছেলে নবিদ আলী (৪৫),নোয়াঐ এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে মুতাব্বির (২৮) আটকৃত সবার বাড়ি বাহুবল উপজেলায়।
এ সময় তাদের কাছ থেকে ৪হাজার ২শত টাকা, ১টি চামড়ার চুঙ্গি, ৩টি হলুদ গুটি (যাহাতে বিভিন্ন প্রদর্শনী চিহ্ন রয়েছে) ০১টি প্লাস্টিকের চট (যাতে তাসের বিভিন্ন মনোগ্রাম আছে) সহ জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।ডিবি পুলিশের দাবি অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অজ্ঞাত নামা আসামী পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category