1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

খুলনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

মোঃ মিজানুর রহমান খুলনা জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮০ Time View

 

খুলনা আংড়ঘাটা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে হবে খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনকে প্রফুল্ল রাখে, ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকালে আংড়ঘাটা লতা খামারবাটী মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করাই বাংলাদেশ সরকারের একমাত্র লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণসহ নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
শিার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও স্বাস্থ্য পরিচর্যায় অভ্যস্থ করতে হবে, খেলাধুলা শিার্থীদের শারীরিক, মানসিক বিকাশ ঘটায়। তিনি শিক্ষক ও অভিভাবকদের সন্তানদের লেখাপড়াসহ সব বিষয়ের উপর নজর রাখার জন্য পরামর্শ প্রদান করেন। এসময় শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category