1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা পরিষদের আয়োজনে -২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪৭ Time View

 

গোপালগঞ্জে-২০২৪ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কৃতি শিক্ষার্থীদেরকে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় আমন্ত্রিত অতিথিগণ সহ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মা-বাবা, শিক্ষক- শিক্ষিকাগণও উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম, রকিবুল হাসান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিক- নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এরপরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত সকল অতিথিদের সাথে নিয়ে -২০২৪ সালের এসএসসি ও সমমানের

পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৬ জন শিক্ষার্থীদের এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ একটি আকর্ষণীয় টেবিল ঘড়ি, একটি উন্নতমানের ব্যাগ ও সম্মানী বাবদ খামের ভেতর নগদ একহাজার টাকা উপহার হিসেবে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category