1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে কবরস্থান সহ সরকারি জায়গা থেকে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে ফিশারি নির্মাণের অভিযোগ উঠেছে ভূমিকেখো টিটু-র বিরুদ্ধে।।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৫৩ Time View

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের পূর্ব দিকে
(রোকো দাউদপুর) মৌজার প্রাচীনকালের পঞ্চাযাত্রী কবরস্থান সহ সরকারি জায়গা থেকে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে ফিশারি নির্মাণ করার অভিযোগ উঠেছে- উপজেলার ৪নং ইউপির ৯নং ওয়ার্ডের দরবেশ পুর গ্রামের টিটু মিয়ার বিরুদ্ধে।
সরজমিন গিয়ে দেখা যায় এক্সকেভেটর মেশিন (ভেকু) দিয়ে ট্রাক প্রতি দুই হাজার টাকা করে মাটি বিক্রি করে ফিশারি নির্মাণ করছেন পরবেশ পুর গ্রামের মৃত টনো মিয়ার ছেলে টিটু মিয়া। গ্রামের ও আশপাশ এলাকার মানুষের নিষেধাজ্ঞা অমান্য করে, ক্ষমতার প্রবাভ দেখিয়ে কবরস্থান সহ সরকারি জায়গা থেকে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে ফিশারি নির্মাণ করেছন ভূমিকেখো টিটু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায় সরকারি খাস ভূমি হতে অন্তত ১০ একর ভূমিতে গর্ত করে বর্তমানে দীঘিতে রূপান্তরিত করেছেন টিটু মিয়া। এনিয়ে স্থানীয় এলাকার লোকজনের মধ্যে আলোচনা সমালোচনা ও নিন্দা নিন্দার ঝড় উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কয়েকজন ব্যক্তি আমাদের এক প্রতিনিধিকে বলেন টিটু মিয়া এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কেউ পাচ্ছেন না।
গুরুতর এমন অভিযোগের খবর পেয়ে ইতিমধ্যে সরজমিন পরিদর্শন করেছেন ইনাতগঞ্জ তফশিল অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রাসেল আহমদ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন ইনাতগঞ্জ তফশিল অফিস, সরজমিন পরিদর্শন করেছেন, সে যেওই হোক আইনের ঊর্ধ্বে নয়। সীমানা নির্ণয় করে এবং কাগজপত্র যাচাই-বাছাই করে সত্যতা পেলে টিটুর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category