1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

ঝালকাঠিতে ৪টি দেশিয় পাখি উদ্ধার ২টি কে আকাশে অবমুক্ত

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৪০ Time View

 

ঝালকাঠি জেলার রাজাপুর বাগরি বাজারের “রাজাপুর পিজন হাউজ” দোকান থেকে দুইটি দেশি টিয়া এবং দুইটি দেশি তিলা ঘুঘু সোমবার ১৭/৪/২৩ তারিখ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ছিলেন রাজাপুর বন কর্মকর্তা আরিফুর রহমান এবং এনিম্যাল লাভার অফ ঝালকাঠি এর সদস্য মামুন আল শাওন, তুহিন তাওহিদ এবং সৌরভ চক্রবর্তী।
পরবর্তিতে সুস্থ দুইটি পাখিকে অবমুক্ত করা হয় এবং অসুস্থ ডানা কাটা দুইটি পাখিকে চিকিৎসার জন্যে রেখে দেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ হলে তাদেরকেও বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য যে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২) ধারা অনুযায়ী কেউ বন্যপাখি ক্রয় বিক্রয়ে অভিযুক্ত হলে ৬ মাস পর্যন্ত কারাদন্ড অথবা ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান আছে। তবে দোকানদান আইন সম্পর্কে অবগত না থাকায় প্রথমবার মুচলেকার মাধ্যমে ঘটনার সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category