1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বরিশাল সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ায় সাইবার আদালতে মামলা

মোঃ মনির হোসেন ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৬৬ Time View

 

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্টাটাস দেওয়ার অভিযোগে কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আঃ রব জোমাদ্দারের ছেলে, আলানুর জোমাদ্দার (৩২) এর বিরুদ্ধে গত ৩০ মে সোমবার বরিশাল সাইবার আদালতে মামলা করেছেন সংবাদ সারাবেলা পত্রিকার বরিশাল ব্যুরো চীফ মোছাদ্দেক বিল্লাহ।

মামলা সূত্রে পাওয়া যায়, ২৫ মে আলানুর তার ফেসবুক Md. Alanur Islam (বড় মিয়া) আইডি দিয়ে সাংবাদিক মোছাদ্দেকের নাম দিয়ে লিখেছেন (সুপাড়ি চোর মোছাদ্দেক হে ও আবার সাংবাদিক)। একই স্টাটাসের কমেন্টে কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতির নামেও করেছে এমন কুরুচিপূর্ণ মন্তব্য।

আলানুরের এমন মানহানি মুলুক কর্মকাণ্ডে, ৩০ মে মানহানির অভিযোগে ২০১৮ এর ডিজিটাল নিরাপত্তা আইনের, ২৫,২৬ ও ২৯ ধারায় বরিশাল সাইবার আদালতে মামলা করেছেন সাংবাদিক মোছাদ্দেক। মামলা নং বরিশাল সাইবার ট্রাইব্যুনাল ৫৫/২৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category