কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার টানা সত্য প্রবাহ হিমেল হাওয়া ও হাঁড় কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্য হয়ে পড়ছে। পাশাপাশি গবাদী পশুগুলো ঠান্ডায় কাঁপছে। রাজারহাট কৃষি আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন জানিয়েছেন, চলতি শীত মৌসুমে জেলায় বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ ইং মিনিমাম টাইম সকাল ৯ টায় জেলায় সর্ব নিম্ন তাপমাত্রা ৭.৩ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলমান শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন। মাঘের শীতে হিমেল হাওয়া ও হাঁড় কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রাম জেলার৯ উপজেলার মানুষ।প্রচন্ড ঠান্ডায়, ও হিমেল হাওয়ায় বয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সূর্যের মুখ দেখা মিলেছেনা ও চরাঞ্চলগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে।
কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় বেশিরভাগ মানুষ ঘর থেকে বেড়াচ্ছেন কম। পথ ঘাটে চলাচল কম। সকালে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচলের করছেন বিভিন্ন পেশাজীবী লোকজন।মানুষের পাশাপাশি গৃহপালিত গবাদি পশুর দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে। জেলার নদ-নদী সন্নিকটে চর অঞ্চল এলাকায় অসহায় লোকজনের গরম কাপড়ের অভাব দেখা গেছে।